চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশ জুড়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিপুল শূন্য পদে দেশ জুড়ে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ১০০০ হাজার শূন্যপদে ক্রেডিট অফিসার পদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক। তাই আপনার যদি স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করার তাহলে এই সুযোগ মিস করবেন না। আমাদের প্রতিবন্ধী থেকে জেনে নিন সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট অফিসের পদে আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ।
পদের নাম:
এখানে উক্ত পদের নামটি হচ্ছে ক্রেডিট অফিসার।
মোট শূন্য পদ:
এখানে মোট সংখ্যা জারি করা হয়েছে ১০০০ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী এখানে গ্রাজুয়েশনে ৬০% নাম্বার এবং ST/SC/OBC প্রার্থীদের ৫০% নাম্বার হলে আবেদন করতে পারবে।
মাসিক বেতন:
যারা সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট অফিসার পদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ৪৮,৪৮০ টাকা দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদন করার জন্য উপযুক্ত বয়স চাওয়া হয়েছে ২০ থেকে ৩০ বছর।
নিয়োগ প্রক্রিয়া:
অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষা কেন্দ্র ( পশ্চিমবঙ্গ):
Durgapur, Kolkata/Greater Kolkata, Kalyani, Siliguri
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদন পেজ গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে এরপর তা লগইন করে আবেদন করতে হবে।
আবেদন করুন শেষ তারিখ:
এখানে আবেদন করার শেষ তারিখ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন মূল্য:
ST/SC/EWS – 150/- টাকা।
General/OBC – 700 টাকা।
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ – যারা সেন্ট্রাল ব্যাংকের উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পেতে এখানে নজর রাখুন ( CLICK HERE)