Wednesday, February 5, 2025

মাধ্যমিক পাশের যোগ্যতায় ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ! শূন্যপদ ২৫ টি, বেতন ১৯,০০০/- টাকা

মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি রয়েছে ভারতীয় ডাক বিভাগে। যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের চাকরি খুঁজছেন, তাদের জন্য এটা একটা সেরা সুযোগ সরকারি চাকরি পাওয়ার। ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাশে কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ কত রয়েছে, মাসিক বেতন কত এবং কিভাবে আবেদন করতে হবে এই সব কিছুই বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

 

 

পদের নাম ও শূন্যপদ সংখ্যাঃ

ভারতীয় ডাক বিভাগে মোট ২৫টি শূন্য পদে, গ্রুপ সি লেভেলের স্টাফ কার ড্রাইভার (SCD) নিয়োগ করা হবে।

India post vacancy details

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন:

উক্ত পদে ভারতীয় ডাক বিভাগে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা।।

বয়স সীমাঃ

আপনার ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৫৬ বছর। এই বয়স সীমার নিচে যেকোনো প্রার্থী আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার পাশাপাশি যদি আপনার ভারি গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, তাহলেই আপনি উক্ত পদে আবেদন করতে পারেন।

 

আবেদন পদ্ধতি:

অফিসিয়াল বিজ্ঞপ্তি শেষের দিকে একটি আবেদন পত্র দেওয়া হয়েছে। সেই আবেদন পত্রটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট কবে বের করে,সেটাকে আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পর এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করার পর সেটাকে আপনাদের নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিয়ে অফলাইনে আবেদন করতে হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Senior Manager, Mail Motor Service, No. 37, Greams Road, Chennai — 600

আবেদনের শেষ তারিখ:

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo