দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলে বিপুল সংখ্যক শূন্যপদে গ্রুপ ডি ( RRB group D recruitment 2025) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে RRB এর তরফ। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি-প্রার্থীদের ভারতীয় রেলের গ্রুপ ডি চাকরি জন্য মুখিয়ে ছিলেন তাদের জন্য সুখবর। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের ছেলে-মেয়েরা এখানে আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
পদের নাম:
এখানে রেলের পদের নাম হচ্ছে গ্রুপ ডি।
নিয়োগকারী প্রতিষ্ঠান
RRB ( Indian Railway Recruitment board)
শূন্যপদ:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে রেলের গ্রুপ ডি পদের মোট শূন্যপদ সংখ্যা জারি করা হয়েছে ৩২,৪৩৪ টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ সংখ্যা রয়েছে ১০৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা
ভারতের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি / ম্যাট্রিক (উচ্চ মাধ্যমিক স্কুল) অথবা আইটিআই (শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান) অথবা এপ্রেন্টিস (NCVT) প্রার্থীরা রেলের এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
১/০৭/২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
রেলের গ্রুপ ডি পদের মাসিক বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৮,০০০/- টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
কম্পিউটার বেস এক্সাম, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
•ST/SC/ – 250/- টাকা
• General/OBC/EWS – 500/- টাকা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের রেলের রিক্রুটমেন্ট বোর্ড RRB এর অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু:
২৩/০১/২০২৫ থেকে যা চলবে ২২/০২/২০২৫ পর্যন্ত।
আবেদন করুন: Apply Now
Download official notification
অফিসিয়াল ওয়েবসাইট: ( Click here)