যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। সম্প্রতি দেশের অন্যতম বড় একটি সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ( Punjab National Bank recruitment 2025) এর তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। সেই সাথে মাসিক বেতনও ভালো দেওয়া হবে এখানে। তাই আপনি যদি আগ্রহী হন বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে PNB এর উক্ত পদ হচ্ছে
১) কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট।
২) অফিস অ্যাসিস্ট্যান্ট।
• শূন্যপদ: এখানে মোট ৯ টি শূন্যপদ সংখ্যা রয়েছে।
• শিক্ষাগত যোগ্যতা:
• কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট – পদের জন্য যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ।
• অফিস অ্যাসিস্ট্যান্ট – পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ।
• বয়সসীমা: দুটি পদেই আবেদনকারীরা বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।
•মাসিক বেতন:
• কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট – ২৪,০৫০/- টাকা।
• অফিস অ্যাসিস্ট্যান্ট – ১৯,৫০০/- টাকা।
• কারা আবেদন করতে পারবেন?: এই চাকরি কোটাভিত্তিক! অফিসিয়াল তথ্য অনুযায়ী যে সমস্ত প্রার্থীরা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্রীড়াবিদ অথবা স্টেট বা ন্যাশনাল হকি খেলোয়ার কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন।
• নিয়োগ প্রক্রিয়া: খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে এবং ইন্টারভিউ এর মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া উক্ত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে নিজের আবেদন পত্র পাঠিয়ে আবেদন করে দিতে হবে। একটি A4 পেজে নিজের আবেদন পত্রটি তৈরি করতে হবে।
• আবেদন পত্র পাঠানোর ঠিকানা: The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi – 110075
• আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ: ২৪/০১/২০২৫
Download official notification
বিঃদ্রঃ – যারা এখানে আবেদন করবেন এবং পরবর্তী আপডেট পেতে এখানে নজর রাখুন ( CLICK HERE)