Wednesday, February 5, 2025

মাধ্যমিক পাশের যোগ্যতা, রাজ্যের কৃষি দপ্তরে স্টাফ নিয়োগ! বেতন ১৪,০০০/- টাকা

যদি আপনি কৃষি বিশ্ববিদ্যালয় চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির দারুন সুযোগ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় বেশ কিছু পদে চাকরি খালি রয়েছে। উক্ত পদে আবেদন করার জন্য ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিম্নে প্রতিটি পদ, মাসিক বেতন সহ আবেদন করার পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হলো।

 

১) প্রথম পদের নামঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমত ৬টি শূন্যপদে Clerical Staff পদে কর্মী নিয়োগ করা হবে।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় গ্রাজুয়েট বা স্নাতক পাস করার পাশাপাশি যদি আপনার কম্পিউটার কোর্সের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতনঃ Clerical Staf পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে ১৪,০০০ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

২)  দ্বিতীয়তঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়তঃ একজন টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সহ যদি AC/রেফ্রিজারেটর ঠিক করার কাজ জানা থাকে তাহলে আপনি উক্ত পদের জন্য আবেদন করতে পারেন।

▪ বেতনঃ টেকনিশিয়ান পদে মাসিক ১৩,০০০ হাজার টাকা পাবেন।

 

৩) তৃতীয়তঃ এরপর ৬টি শূন্যপদে অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সহ উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

▪ বেতনঃ অ্যাটেনডেন্ট পদে আপনি মাসিক ১১,৫০০ হাজার টাকা পাবেন।

▪ বয়স সীমাঃ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। অর্থাৎ আপনি যেকোনো বয়সে আবেদন করতে পারেন।

Sallary

আবেদনপ্রক্রিয়াঃ প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) প্রথমে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

) এরপর সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) তৃতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।

) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।

) সবশেষে আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেটা উল্লেখ করে, আবেদনপত্রটি একটা মূখবন্ধ খামে ভরে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।

▪ নিয়োগ স্থানঃ Pundibari, Cooch Behar, West Bengal.

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ The Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O. Pundibari, Dist. Cooch Behar, Pin- 736165, West Bengal

আবেদনের শেষ তারিখঃ জানুয়ারি মাসের ১৫ তারিখ, ২০২৫।

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo