Wednesday, February 5, 2025

Kolkata High court recruitment 2025: কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা হাইকোর্টে (Kolkata High court recruitment 2025) তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন প্রান্তের নারী এবং পুরুষ উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি কলকাতা হাইকোর্টে চাকরি জন্য আবেদন করতে চান, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি জানতে প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ুন।

 

• পদের নাম: এখানে কলকাতা হাইকোর্ট উক্ত পদে নামটি হচ্ছে ইন্টারপ্রিটিং অফিসার।

• শূন্যপদ: এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৮ টি।

• শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদের জন্য এখানে আবেদনকারীদের যোগ্যতা চাওয়া হয়েছে হিন্দি, বাংলা, উর্দু, নেপালি,ওলচিকি / সাঁওতালি ইত্যাদি ভাষাগুলির মধ্যে যেকোনো একটি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন থাকবে হবে এবং সেই সাথে অনুবাদ (translate) এর দক্ষতা থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• মাসিক বেতন: এখানে মোটা টাকা মাসিক বেতন দেওয়া হবে। প্রতিমাসের চাকরি-প্রার্থীদেরকে ৫৬,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৪৪,৩০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।

 

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

• নিয়োগ প্রক্রিয়া: উক্ত এই পদে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উপর নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীদের একক A4 পেজ নিয়ে নিজ হাতে আবেদন ফর্ম বানিয়ে এবং সেটিকে ফিলাপ করে উক্ত ঠিকানায় অফলাইনে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও আবেদন ফর্ম সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নাম্বার পেজে দেওয়া রয়েছে।

আবেদন মূল্য: 

ST/SC – 400/- টাকা।

Other – 800/- টাকা

এই টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে উক্ত অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ( Follow official notification)

• আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Office of the Registrar, Original Side, 1st Floor, Main Building, High Court at Calcutta, Kolkata – 700 001

Download official notification

আবেদন করার শেষ তারিখ: ১৫/০১/২০২৫

বিঃদ্রঃ যারা কলকাতা হাইকোর্টের উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo