পশ্চিমবঙ্গ রেলে (Eastern Railway) তে মাধ্যমিক পাশে টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ। যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিয়ালদা ডিভিশনে টিকিট কালেক্টর বা হল্ট কন্ট্রাকটার পদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায়। তাই আপনি যদি রেলে এই উক্ত পদে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সমস্ত কিছু বলা হয়েছে।
• পদের নাম: শিয়ালদা ডিভিশন হল্ট কন্ট্রাকটার নিয়োগ করা হবে।
• শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে।
• শূন্য পদ সংখ্যা: উক্ত এই পদে কতো শূন্যপদ সংখ্যা রয়েছে রয়েছে তা রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
মাসিক বেতন: যারা হল্ট কন্ট্রাকটার পদে চাকরি পাবেন তাদের বেতন এখানে কমিশন ভিত্তিক দেওয়া হবে। অর্থাত্ আপনি যতো বেশি টিকিট বিক্রি করবেন সেই অনুযায়ী কমিশন দেয়া হবে আপনাকে।
•বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ১৮ বছর হলেই নির্দ্বিধায় আবেদন করতে পারবেন।
• নিয়োগ স্থান: নদীয়া জেলার বাথনা কৃতিবাস হল্ট স্টেশন, ফুলিয়া এবং শান্তিপুর স্টেশনের মধ্যে। এবং আবেদনকারী কে ওই স্টেশনে এলাকার বাসিন্দা হতে হবে।
• নিয়োগ প্রক্রিয়া: রেলের অফিসের নোটিফিকেশন অনুযায়ী এখানে বেসিক ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর পর প্রার্থী নিয়োগ করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীকে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে এরপর সেটা প্রিন্ট করে বের করে এবং নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ উক্ত স্টেশন অফিসে গিয়ে জমা করে আসতে হবে।
•™প্রয়োজনীয় ডকুমেন্টস:
১) আধার কার্ড।
২) ভোটার আইডি কার্ড।
৩) মাধ্যমিক পাশের সার্টিফিকেট
৪) পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)।
৫) কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)।
• আবেদনপত্র জমা করার ঠিকানা: Sr. Divisional Commercial Manager, DRM Building, Room No. 44, Eastern Railway, Sealdah, Kaizer Street, Kolkata-700014.
আবেদন করার শেষ তারিখ: ১৩/০১/২০২৫