Wednesday, February 5, 2025

৩২ হাজার শূন্যপদ, ভারতীয় রেলে গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

ভারতীয় রেলে বিপুলসংখ্যক শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। (RRB Grup D recruitment 2024-2025)। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী প্রায় ৩২ হাজার শূন্যপদে রেলে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতের যে কোন প্রান্তের চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবে। চলুন জেনে নিই বিস্তারিত।

 

 

• পদের নাম: RRB Group D এর উল্লেখিত পথগুলো হচ্ছে।

১) traffic post

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) Engineer post

৩) mechanical

৪) Assistant (workshop)

৫) Electrician

• শূন্যপদ সংখ্যা: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ পদের সংখ্যা রয়েছে 32,448 টি।

• শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীরা এখানে মাধ্যমিক এবং ITI করা থাকলেই আবেদন করতে পারবেন।

• মাসিক বেতন: রেলের উল্লেখিত পদগুলোর মাসিক বেতন শুরু হচ্ছে ১৮,০০০/- টাকা থেকে।

 

• নিয়োগ স্থান: RRB all over India posting

• নিয়োগ প্রক্রিয়া: 

• CBT

• interview and documents verification

• বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।

 

• আবেদন মূল্য: 

• UR/General – 500/- টাকা।

• ST/SC/Other – 250/- টাকা।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: রেলের এই উক্ত পদের আবেদন প্রক্রিয়ায় এখনো শুরু হয়নি। শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্ভাবনা রয়েছে আগামী ২৩/০১/২০২৫ এ আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া শুরু হবে।

• আবেদন করুন: এখনো শুরুহয়নি।

Download notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo