Monday, December 23, 2024

মাধ্যমিক পাশে ২৩ জেলা থেকে আবেদন, রাজ্যে বিপুল সংখ্যক WBPSC Clerkship নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস, সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুখবর রয়েছে। সুখবরটা এই যে- ২০২৪ সালে নতুন করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে ক্লার্কশিপ পরীক্ষা আয়োজনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছেলে এবং মেয়ে উভয় চাকরি প্রার্থীদের হাতেই নতুন করে সুযোগ রইলো মাধ্যমিক পাশে সরকারি চাকরি পাওয়ার। WBPSC Ckerkship Recruitment 2024 সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো।।

 

 

২০২৪ সালে নতুন করে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে ক্লার্ক নিয়োগের জন্য ক্লার্কশিপ এক্সাম সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা WBPSC Clerkship Exam 2024 সম্পর্কে একেবারেই জানেন না তাদের জন্য বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

▪ পদঃ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্ক (Clerk) নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ শিক্ষাগত যোগ্যতাঃ বিগত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি কম্পিউটার নলেজ অর্থাৎ বাংলা এবং ইংরেজি টাইপিং জানা থাকলেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

▪ বয়স সীমাঃ ক্লার্ক (Clerk) পদে আবেদন করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৪০ বছর মধ্যে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 

 

▪ বেতনঃ একজন WBPSC Clerk হিসেবে আপনার মাসিক বেতন হবে ২২,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থীদের দুটি লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট বা টাইপিং টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ আবেদনপ্রক্রিয়াঃ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীদের আবেদন করতে হবে। যেহেতু এখনো পর্যন্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই এখন উক্ত পদের জন্য অনলাইন আবেদন করতে পারবেন না। যখন অনলাইন আবেদন শুরু হবে তখন অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে সেটা জানতে পারবেন।

Public service commission

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo