স্কলারশিপ বা ট্যাব কেনার টাকা নয়, পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা পাবেন মাসিক ১০ হাজার টাকা, সেই সঙ্গে বিশেষ সার্টিফিকেটও যা ভবিষ্যৎকালে তাদের সাহায্য করবে ভালো ক্যারিয়ার গড়ার।
রাজ্যের বেকারত্বের সমস্যার দূর করে রাজ্যের যুবতীদের বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির জন্য, মুখ্যমন্ত্রীর উদ্যোগের চালু করা হলো পশ্চিমবঙ্গের নতুন ইন্টার্নসিপ স্কিম। এই ইন্টার্নসিপ স্কিমে রাজ্যের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুযোগ পাবেন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ লাভের। প্রশিক্ষণ চলাকালে তাদের একাউন্ট ঢুকবে ১০ হাজার টাকা করে। রাজ্য সরকারের বিশেষ এই ইন্টার্নসিপ স্কিম সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
এতদিন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের সরকারকে চ্যালেঞ্জ করে কেন্দ্র একের পর এক ইন্টার্নসিপ প্রকল্প চালু করেছে। যুবক যুবতীদের জন্য এই ইন্টার্নসিপ প্রোগ্রাম চালু করার প্রতিযোগিতায় এবার সামিল হয়েছে আমাদের রাজ্য। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গে চালু করা হলো রাজ্য সরকারের নিজস্ব ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পশ্চিমবঙ্গের প্রায় ৭,৫০০’র অধিক শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন।
এবার জেনে নিন পশ্চিমবঙ্গের এই যে ইন্টার্নসিপ স্কিম চালু করা হবে এটি ঠিক কারা সুযোগ পাবেন এবং কী কী সুবিধা পাবেন। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের যেসমস্ত যুবক যুবতীরা কোনো ITI কোর্স করেছেন এবং করছে তাদের অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর রয়েছে,তারাই এই স্কিমে সুযোগ পাবেন। যারা সুযোগ পাবেন তারা প্রশিক্ষণ লাভের পর একদিকে যেমন সার্টিফিকেট পাবেন ঠিক একইভাবে তারা প্রশিক্ষণ চলাকালে ১০০০০ টাকাও পাবেন।
তবে ঠিক কবে থেকে এই প্রকল্প সরকারি ভাবে চালু করা হবে সেই সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। এই সম্পর্কে বিস্তারিত জানতে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল ভিজিট করতে পারেন।