Saturday, December 21, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা, কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! বেতন ৩১,০০০/- টাকা

AAI অর্থাৎ Airport authority of India এর তরফ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্রিশগড়, আন্দাপার্কনিকো পার্ক এবং সিকিমের প্রমুখ রাজ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক ৩১,০০০/- টাকা বেতন দেওয়া হবে চাকরি প্রাপককে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের কলকাতায় এয়ারপোর্টে চাকরি করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদন।

 

 

•পদের নাম: AAI এর উক্ত পদের নামটি হচ্ছে junior Assistant

• শূন্য পদ সংখ্যা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ সংখ্যা রয়েছে মোট ৮৯ টি। SC- ১০টি, ST- ১২টি, OBC- ১৪টি, EWS- ৮টি এবং ESM- ১৩টি)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AAI junior assistant pos

• যোগ্যতা: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস+ ৩ বছরের ডিপ্লোমা। অথবা HS পাশ এবং সাথে ভারি যানবাহন চালানোর অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স।

 

•মাসিক বেতন: এখানে চাকরি প্রাপকদের মাসিক বেতন ৩১,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ৯২,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে।

• বয়সসীমা: ১ নভেম্বর ২০২৪ অনুসারে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছর চাওয়া হয়েছে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

• নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গ ( কলকাতা), উড়িষ্যা, ছত্রিশগড়, আন্দাপার্কনিকো পার্ক এবং সিকিম।

নিয়োগ প্রক্রিয়া: 

• Written exam

• Physical test

• interview

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদেরকে নিচে দেওয়া Apply now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য:

• General/OBC/EWS – 1000/- টাকা।

• ST/SC/women – free/-

• আবেদন শুরু তারিখ: ৩০/১২/২০২৪

•আবেদন করার শেষ তারিখ: ২৮/০১/২০২৪

Download official notification

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo