Wednesday, February 5, 2025

মাধ্যমিক পাস যোগ্যতা, ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি রয়েছে ভারতীয় ডাক বিভাগে। ইতিমধ্যে ডাক বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকে এই নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নিম্নে ডাক বিভাগে কর্মী নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।

 

 

▪ পদের নাম: ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের মূলত ড্রাইভার পদে নিয়োগ করা হবে।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) প্রথমত প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে।

) দ্বিতীয়ত প্রার্থীর অবশ্যই একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার ড্রাইভিং’র অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স সীমাঃ এক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

▪ বেতনঃ ডাক বিভাগে ড্রাইভার হিসেবে চাকরি পেলে আপনার মাসিক বেতন শুরু হবে ১৯,৯০০ টাকা থেকে।

▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের ড্রাইভিং টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।

 

▪ আবেদনপ্রক্রিয়াঃ

উক্ত পদের জন্য আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলো ফলো করুন।

) প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।

) দ্বিতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।

) তৃতীয় ধাপে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।

) এরপর আবেদন পত্রটি মুখবন্ধ খামে ভরে তার উপর অবশ্যই আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটা ভালো করে উল্লেখ করে দিন। এইভাবে (Application for the post of Driver (Direct Recruitment)

) সবশেষে ১০ই জানুয়ারির আগে, আবেদন পত্রটি নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।

▪ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

At Office of the Chief Postmaster

General, Bihar Circle, Patna-800001

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে রাখবেন।

Download official notification

 

আপনার জন্য
WhatsApp Logo