মাধ্যমিক পাশ যোগ্যতা কলকাতা মেট্রোরেল কর্পোরেশনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে মাসিক স্টাইপেন বাবদ কর্মী নিয়োগ করবে কলকাতা মেট্রো। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং কলকাতা মেট্রোরেলের আবেদন করতে চান জেনে নিন আবেদন পদ্ধতি।
• পদের নাম: এখানে কলকাতা মেট্রো রেলের উক্ত পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস।
• শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ১২৮ টি।
• পদের নাম সমহু:
১) ফিল্টার
২) ইলেকট্রিশিয়ান
৩) মেশিনিস্ট
৪) ওয়েলডার
• শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে মাধ্যমিকে ৫০% নম্বর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে , ITI থাকলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: আবেদনকারীদের এখানে ট্রেন চলাকালীন মাসিক ভাতা অর্থাৎ স্টাইপেন দেওয়া হবে। তবে কতো টাকা ভাত দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
বয়সসীমা: যাদের বয়স ১৫ থেকে ২৪ বছর কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীদের বয়সের ছাড় দেয়া হবে।
• নিয়োগ প্রক্রিয়া: যারা এখানে আবেদন করবেন তাদের কোন রকম করলে লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই লিস্টে নাম থাকতে হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আবেদনকারীরা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন কলকাতা মেট্রো রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য।
• আবেদন করার শেষ তারিখ: ২৩ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
• আবেদন মূল্য:
•General – 100/- টাকা।
•ST/SC/Women – free/-
• আবেদন করুন: Apply Now