রাজ্যের লক্ষ্মীর ভান্ডার নিয়ে জারি করা হলো ১৬টি নতুন নিয়ম। যদি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাকে জানতে হবে, নতুন নিয়মে ঠিক কী কী বলা হয়েছে।
লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে যে ১৬টি নতুন নিয়ম জারি করা হয়েছে,এই নিয়মের বেশিরভাগ নিয়মই বলতে গেলে গ্রাহক বা আবেদনকারীদের জন্য। নিয়ম গুলোর মধ্যে বেশিরভাগই আবার রয়েছে আবেদনকারী বা গ্রাহকের একাউন্টে টাকা পাঠানোকে কেন্দ্র করে। নিচে প্রতিটা নিয়মই বিস্তারিত উল্লেখ করা হলো।
লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে যে ১৬টি নতুন নিয়ম:
১) টাকা পাঠানোর আগে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই নম্বর দু’বার যাচাই করতে হবে
২) অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ২ ব্যাঙ্কের পাস বইয়ের ফোটোকপি বা ‘ক্যানসেল চেক’ নিতে হবে।
৩) অন্য কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দফতরকে সতর্ক থাকতে হবে।
৪ )একাধিক উপভোক্তার যেন একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হয়।
৫) আবেদনকারীর ব্যাঙ্কের শাখা যেন অবশ্যই আমাদের রাজ্যের হয়।
৬) লেনদেন ‘অটো ক্যানসেল’ হলে নতুন করে পাঠাতে হবে।
৭) উপভোক্তার তথ্য এনপিসিআইএল যাচাই করবে।
৮) উপভোক্তার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে দ্রুত বাড়তি সর্তকতা দিতে হবে।
৯) টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে।
এছাড়াও,
১০) অফলাইনে এমন ভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়।
১১) অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না।
১২) সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়।
১৩) উপভোক্তার ব্যাঙ্কের আইএফএসসি যাচাই করতে হবে।
১৪) ব্যাঙ্কের গ্রুপ এ-র নিচু পদের কোনও আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন।
১৫) টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। এবং সর্বশেষ নিয়মে বলা হয়েছে-
১৬) যে সব দফতর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে