কলকাতা তথা পশ্চিমবঙ্গের চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার সুখবর, কলকাতা বিখ্যাত BPO কোম্পানি অর্থাৎ কল সেন্টার কোম্পানি তরফ থেকে সরাসরি ইন্টারভিউ দিয়া ফের একবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন অথবা এক্সপেরিয়েন্স চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত তথ্য এবং জানবো আবেদন পদ্ধতি।
•কোম্পানির নাম: Concentrix Technologies India Private Limited
• পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Representative, Operations
• শিক্ষাগত যোগ্যতা/যোগ্যতা: উক্ত এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও ভালো কমিউনিকেশন স্কিল এর সাথে বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে।
• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৬,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা দেওয়া হবে। যদিও অফিসিয়াল নোটিফিকেশনে বেতন উল্লেখ করা হয়নি।
• কাজের বিবরণ:
• ফোন, ইমেইল, বা চ্যাটের মাধ্যমে গ্রাহকদের সমস্যার সমাধান করা।
• গ্রাহকের তথ্য সঠিকভাবে ডাটাবেসে এন্ট্রি করা।
• প্রতিদিনের কাজ এবং সমস্যার রিপোর্ট তৈরি করা।
• নির্ধারিত কাজের সময়সীমা এবং প্রটোকল অনুসরণ করা।
• পণ্যের জ্ঞান বৃদ্ধি করা এবং কোম্পানির নতুন প্রক্রিয়া শিখে নিজেকে উন্নত করা।
• বিভিন্ন সমস্যার সমাধান সমস্যাগুলি সংশ্লিষ্ট টিমের কাছে escalate করা।
• জব লোকেশন: Kolkata – Millenium City, Tower II, 6th
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে ১৮ বছর হতে যে কোন বয়সের প্রার্থীরা।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।
• নিয়োগ প্রক্রিয়া: অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থীদের হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ এর জন্য পর্যাপ্ত বিবরণ পাঠানো হবে, এরপর ইন্টারভিউয়ের পাশ করলে উক্ত পদে তাদের পোস্টিং করা হবে।
• আবেদন করুন: Apply Now
আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)।