Wednesday, February 5, 2025

দিতে হবে না কোন পরিক্ষা, লিখিত পরীক্ষা ছাড়াই SBI তে প্রচুর কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

কোনরকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে (SBI) যেখানে মাসিক দেওয়া হবে মোটা টাকা বেতনের চাকরি। তাই আপনি যদি ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন অথবা ব্যাংকে চাকরি করতে চান এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। দেখে নিন SBI তে কোন কোন পদে কর্মী নিয়োগ হবে এবং আবেদন পদ্ধতি।

 

 

•পদের নাম: এখানে SBI এর উল্লেখ পদ গুলোর নাম হচ্ছে

১) প্রধান

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) জোনাল হেড

৩) আঞ্চলিক প্রধান

৪) রিলেশনশিপ ম্যানেজার

৫) কেন্দ্রীয় গবেষণা দল।

•মোট শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা ২৫ টি।

SBI Post

• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ ডিগ্রি থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

 

• নিয়োগ স্থান: All over India

• বয়সসীমা: যে সমস্ত চাকরি-প্রার্থীদের বয়স ৩০ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে তারাই এখানে আবেদনের জন্য যোগ্য।

• মাসিক বেতন: এখানে বার্ষিক বেতন ৫ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা দেওয়া হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply now অপশন এ ক্লিক করে, এরপর click for new registration অপশন ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপর login পেজে গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন মূল্য: 

• General/OBC – 750/- টাকা।

• ST/SC/PWD – free/-

আবেদন করুন: Apply Now

Download official notification

আবেদন করার শেষ তারিখ: ১৭/১২/২০২৩

বিঃদ্রঃ যারা SBI এর উল্লেখ্য পদগুলোতে আবেদন করেছেন তারা পরবর্তীতে যেকোন প্রকার আপডেট পেতে এখানে নজর রাখুন। ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo