ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা IOCL পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্রাজুয়েশন পাশ হলে আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। সেই সাথে মাসিক ১৯,০০০/- টাকা বেতন দেওয়া হবে এখানে। তাই আপনি যদি ইন্ডিয়ান অয়েলে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
• পদের নাম: এখানে ইন্ডিয়ান অয়েলে উক্ত পদের নামটি হচ্ছে office Assistant
•মাসিক বেতন: যারা যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন এখানে ১৯,০০০/- টাকা দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে বেসিক কম্পিউটার নলেজ এবং উচ্চ মাধ্যমিক পাস /গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• অন্যান্য যোগ্যতা: এছাড়াও চাওয়া হয়েছে English, Hindi এবং Bengali তে ভালো কমিউনিকেশন স্কিল।
•বয়সসীমা: উল্লেখ পদে ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• জব লোকেশন: কলকাতা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী প্রার্থীদের জানানো যাচ্ছে নিচে দেওয়া ইন্ডিয়ান অয়েল এর HR নাম্বারে ফোন করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ASAP)
আবেদন মূল্য: লাগবে না।
আবেদন করুন: phone number 8370937380