অর্থের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা যাতে মাঝপথেই দাঁড়িয়ে না যায়, সেজন্য রাজ্য সরকারের রয়েছে বিশেষ এক স্কলারশিপ। প্রতিবছরই রাজ্যের প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে পেয়ে থাকেন নগদ ৬০,০০০ হাজার টাকা। জানেন কি কোন স্কলারশিপের মাধ্যমে পাওয়া যায় এই বিরাট অংকের স্কলারশিপ? আর কী করেই বা পাওয়া যায় তা? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
এতক্ষণ যে স্কলারশিপ সম্পর্কে বলছিলাম সেটি আসলে পশ্চিমবঙ্গের বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত। প্রতিবছরের মতো এবছর ছাত্র-ছাত্রীদের জন্য নতুন করে বিকাশ ভবন স্কলারশিপ চালু করা হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশেষ কোনো কোর্সের পড়ুয়ারা প্রতিবছর এই স্কলারশিপটি পেয়ে থাকেন। ছাত্র-ছাত্রীদের কাছে স্কলারশিপটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই অধিক পরিচিত।
রাজ্যের বিকাশ ভবন স্কলারশিপের মাধ্যমে স্কুল কলেজের কলা ও বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা প্রতিবছর ১২,০০০ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ১৮,০০০ টাকা পেয়ে থাকেন। অন্যদিকে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল কলেজের পর মূলত ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মোট ৬০,০০০ হাজার টাকা পেয়ে থাকেন।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত এবং বিশেষ কোর্সের শিক্ষার্থীরা যারা বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৫০ শতাংশ পেয়েছেন, সেই সমস্ত শিক্ষার্থীর উক্ত স্কলারশিপের আবেদন যোগ্য। আপনিও যদি এই স্কলারশিপে আবেদনযোগ্য হয়ে থাকেন তাহলে SVMCMS-এর অফিশিয়াল পোর্টাল ভিজিট করে উক্ত স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।