Thursday, December 26, 2024

মাসিক ২০,০০০/- টাকা বেতন, রাজ্যে বিশ্ববিদ্যালয় স্টাফ নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

রাজ্যের কল্যাণী ইউনিভার্সিটিতে মাসিক ২০,০০০ টাকা বেতনে, ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। ইতিমধ্যে কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সরাসরি আবেদনের লিংকও দেওয়া হয়েছে। এই নিয়োগ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত জানতে এবং আবেদন পদ্ধতি সমজানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।

 

 

▪ পদের নামঃ কল্যাণী ইউনিভার্সিটিতে মূলত ফিল্ড ইনভেস্টিগেটর (Field Investigators) পদে কর্মী নিয়োগ করা হবে

▪ মাসিক বেতনঃ ফিল্ড ইনভেস্টগেটর হিসাবে আপনাকে মাসিক বেতন ২০,০০০ টাকা দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ বয়স সীমাঃ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

▪ শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনের জন্য Economics, Education অথবা Rural Development Studies-এ নূন্যতম ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

 

▪ আবেদন মূল্যঃ উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কোনো প্রকার আবেদনমূল্য দিতে হবে না।

▪ আবেদনের তারিখঃ প্রার্থীরা ১৫ই নভেম্বর পযর্ন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য-

) প্রথমে নিচে দেওয়া ‘Apply Now’ বাটনে ক্লিক করে ভিজিট করুন।

) এরপর আবেদনের পেজে সমস্ত তথ্য ও নিজের আপডেটেড সিভি আপলোড করে সাবমিট করে দিন।

• নিয়োগ পদ্ধতি: এখানে shortlist candidate দের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে

• আবেদন করুন: Apply Now

• Download official notification

বিঃদ্রঃ: যারা কল্যাণী ইউনিভার্সিটি উক্ত পদে আবেদন করেছেন তারা এই বিষয় পরবর্তী আপডেট পেতে এখানে নজর রাখুন ( CLICK HERE)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo