Saturday, October 19, 2024

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ! দ্রুত আবেদন করুন এভাবে

আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সরকারি চাকরি খুজছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই চাকরি খবরটি আপনার জন্য। কারণ, সম্প্রতি টেরিটোরিয়াল আর্মিতে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীর কাছে অনুরোধ, আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে এই সুযোগের সদ্ব্যবহার করুন।

▪ টেরিটোরিয়াল আর্মিতে গ্রুপ সি লেভেলের মূলত দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এই দুই ধরনের পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।

▪ প্রথম পদঃ গ্রুপ সি লেভেলের লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।)

▪ শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতনঃ উক্ত পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ১৯,৯০০ এবং সর্বোচ্চ ৬৩ হাজার ২০০ টাকা।


▪ দ্বিতীয় পদঃ মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

▪ বয়সসীমাঃ ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারেন। (সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।)

▪ শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে।
তবে যাদের উক্ত পদে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকবে, তাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

▪ মাসিক বেতনঃ মাল্টি টাস্কিং স্টাফ (MTS) হিসাবে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ১৮০০০ এবং সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকা।

▪ আবেদন পদ্ধতিঃ উপরে উল্লেখিত যেকোনো একটি পদে আবেদন করতে চাইলে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। মনে রাখবেন একজন প্রার্থী কিন্তু একটি মাত্র পদের জন্যই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য আপনাদের নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে হবে।

▪ অফলাইন আবেদন করার ধাপসমূহ-
১) প্রথমে যেকোনো একটি A4 সাইজ পেজে, অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ফরম্যাট অনুযায়ী, একটি আবেদন পত্র কম্পিউটার টাইপ বা নিজের হাতে লিখে নিয়ে তৈরি করুন।

২) দ্বিতীয় ধাপে সেই আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করুন।

৩) তৃতীয় ধাপে আবেদন পত্রটি একটি মুখবন্ধ খামে ভরুন এবং আপনি যেই পদের জন্য আবেদন করছেন, সেটা খামের উপর স্পষ্ট করে উল্লেখ করে দিন।

• এইভাবে (APPLICATION FOR THE POST OF MULTI TASKING SERVICE/ LDC To STAFF (NON TECHNICAL) GROUP ‘C’ VAC.)

৪) সবশেষে আবেদনপত্রের সঙ্গে ২০ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প সহ সেটা নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।

▪ আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ Territorial Army Group Headquarters Southern Command, Opp ASI, Mundhwa Road, Ghorpadi, Pune-411001

▪ নিয়োগ প্রক্রিয়াঃ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে-

▪ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন, তাদের মূলত স্কিল টেস্টের ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

▪ অন্যদিকে যারা মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করছেন, তাদের মূলত একটি লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আদরের শেষ তারিখঃ নভেম্বর মাসের ১৭ তারিখ।

 

▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্কঃ

বিষয় সমূহ গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি + আবেদনপত্র 👉 ডাউনলোড করুন
আপনার জন্য
WhatsApp Logo