এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুধুমাত্র স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতায় এবং খুবই ভালো টাকা মাসিক বেতনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব ভারতের অন্যান্য অঞ্চল সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু এই নিয়োগ হবে। তাই পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছে বিশেষ অনুরোধ; আজকের এই চাকরির খবরটি সম্পূর্ণ পড়ে নিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করুন।
▪ পদের নামঃ পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ নিয়োগ স্থানঃ পশ্চিমবঙ্গ।
▪ শূন্য পদ সংখ্যাঃ ৪০ জন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ; ৫০ জন ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ৪৫ জন ITI অ্যাপ্রেন্টিস, অর্থাৎ সব মিলিয়ে ১৩৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
▪ বয়সসীমাঃ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৮ থেকে ২৬ বছর বয়সীরা এখানে আবেদনযোগ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
▪ শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্রাজুয়েট/ ডিপ্লোমা/ ITI পাস শিক্ষাগত যোগ্যতায় যেকোনো প্রার্থীরা এখানে করতে পারবেন।
▪ মাসিক বেতন বা স্টাইপেন্ডঃ আলাদা আলাদা ট্রেডের মাসিক স্টাইপেন্ড যথা নিম্নলিখিত-
• গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৫,০০০/- টাকা।
• ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক ১২,০০০/- টাকা।
• আইটিআই অ্যাপ্রেন্টিসদের মাসিক ৯,০০০/- টাকা
▪ নিয়োগ প্রক্রিয়াঃ আবেদনকারী প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রথমে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের মূলত পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।
▪ আবেদনের তারিখ সমূহ: অক্টোবর মাসের ৩১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
▪ আবেদনমূল্যঃ এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না।
▪ আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে হবে। গ্রাজুয়েট এবং ডিপ্লোমা প্রার্থীদের এবং আইটিআই প্রার্থীদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে। এবার অফিশিয়াল পোর্টাল ভিজিট করে আপনাদের কী করে আবেদন করতে হবে সেই সমস্ত গাইডলাইন কিন্তু খুবই সুন্দর করে অফিশিয়াল বিজ্ঞপ্তির দু নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে পরবর্তী পৃষ্ঠাগুলোতে ধাপে ধাপে দেওয়া হয়েছে। তাই অনলাইন আবেদন করার পূর্বে সেই সমস্ত গাইডলাইন অবশ্যই ভালো করে পড়ে নেবেন
▪ আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক:
বিষয় সমূহ: | গুরুত্বপূর্ণ লিঙ্ক |
---|---|
Graduate / Diploma Candidates | আবেদন করুন |
For ITI Candidates | আবেদন করুন |
Download Official Notice | আবেদন করুন |