Saturday, December 21, 2024

৩৩,০০০/- টাকা মাস গেলে বেতন, ভারতীয় এয়ারটেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন

ভারতীয় এয়ারটেল (Airtel JOB requirements) মোটা টাকা বেতনে কর্মী নিয়োগ। আপনি যদি কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এটি হতে পারে আপনার জন্য অনন্য সুযোগ। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কলকাতা লোকেশনে কর্মী নিয়োগ করছে ভারতীয় এয়ারটেল। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

 

• পদের নাম: এখানে ভারতীয় এয়ারটেলের উক্ত নামটি হচ্ছে Customer Grievance officer।

• মাসিক বেতন: যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন আনুমানিক ৩৩,০০০/- টাকা থেকে ৪১,০০০/- টাকা দেওয়া হবে।

• যোগ্যতা: আবেদনকারী যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করা থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন। সাথে থাকতে হবে Excellent communication skill.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• জব লোকেশন – কলকাতা এয়ারটেল অফিস।

 

• বয়সসীমা: এখানে ২১ বছরের উর্ধ্বে যে কোন গ্রাজুয়েট ব্যক্তির আবেদন জানাতে পারবেন।

•আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

) আবেদনকারীদের প্রথম linkdin এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে।

) এরপর আমাদের পোস্টের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।

) Apply Now অপশনে ক্লিক করার পর উক্ত linkdin – এর এয়ারটেলের পেজে নিয়ে যাবে আপনাকে। এরপর সেখানে থাকা Apply Now অপশনে ক্লিক করে নিজের Resume upload করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

• নিয়োগ প্রক্রিয়া: 

• shortlisting candidate

• interview

• selection process

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

Linkedin এ একাউন্ট তৈরি করুন: (click here)

আবেদন করুন: Apply Now

Disclaimer: INDIA DAY30 শুধুমাত্র একটি চাকরির খবরের পোর্টাল। যারা বিভিন্ন জায়গা থেকে চাকরির খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরে। তাই উক্ত সংস্থার সাথে আমাদের কোন প্রকার কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন: ৪১,০০০/- টাকা বেতনে Paytm এ কর্মী নিয়োগ। যোগ্যতা 12th/ গ্রাজুয়েশন

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo