আপনি যদি রাজ্যের মহিলা চাকরিপ্রার্থী হন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (asha karmi recruitment) জারি করা হয়েছে। যেখানে মাধ্যমিক পাশে যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। চলুন এ বিষয়ে জেনে নিয়ে বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি।
• পদের নাম: আশা কর্মী।
• শূন্যপদ সংখ্যা: এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৪১টি।
• শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি থাকতে হবে স্থানীয় ভাষা বলার দক্ষতা।
• মাসিক বেতন: আপনি যদি আশা কর্মী পদে চাকরি পান তাহলে আপনাকে মাসিক বেতন ৫,২৫০/- টাকা প্রদান করা হবে।
• বয়সসীমা: আশা কর্মী পদের জন্য বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়াও সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বেছর।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: মহিলা প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা প্রিন্ট আউট করে বের করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিজ ব্লক অফিসে গিয়ে সময়ের আগে জমা দিতে হবে।
• আবেদন করার জন্য শর্ত:
১) আবেদনকারীকে অবশ্যই একজন বিবাহিত, অথবা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে।
২) আবেদনকারীকে অবশ্যই উক্ত এলাকার বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে।
• নিয়োগ স্থান এবং অঞ্চল ভিত্তিক শূন্যপদ: রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর- ৬টি, কাকদ্বীপ- ২৯, নামখানা – ৬ টি। তে এই নিয়োগ হবে।
• আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
• আধার কার্ড
• ভোটার আইডি কার্ড
• বয়সের প্রমাণপত্র
• শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
• বৈবাহিক বিবরণের শংসাপত্র
• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
• আবেদন করার শেষ তারিখ: ৪ অক্টোবর ২০২৪।
Download official notification (নিজ ব্লক অনুযায়ী)
• আরও পড়ুন: মাসিক ১৭,০০০/- টাকা বেতনে Videocon d2h কর্মী নিয়োগ, যোগ্যতা 12th পাশ।