Union Bank এর তরফ থেকে Apprentice অর্থাৎ শিক্ষানবিশ পদের জন্য দেশ ব্যাপী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে প্রশিক্ষণ শেষে Union Bank এর বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি প্রদান করা হবে আবেদনকারীদের। সেই সাথে ট্রেনিং চলাকালীন মিলবে মাসিক stipend। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।
• পদের নাম: union Bank Apprentice
• শূন্যপদ: পুরোদেশ ব্যাপী ৫০০টি ভ্যাকেন্সি। যার মধ্যে West Bengal – ১৬ টি এবং আসামে ৪টি ভ্যাকেন্সি রয়েছে।
• মাসিক বেতন: যারা union Bank এর শিক্ষানবিশ পদে ট্রেনিং নেবেন তাদের ১৫,০০০/- টাকা প্রতিমাসে স্টাইপেন দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনকারীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ২০-২৮ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। এছাড়াও ST/SC/OBC রা এখানে ৩-৫ বছরের বয়সের ছাড় পাবেন।
• ট্রেনিং পিরিয়ড – সর্বমোট ১ বছর।
• নিয়োগ প্রক্রিয়া:
• General/Financial awareness
• General Englis
• Quantitative & Reasoning Aptitude
• Computer Knowledge Test
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে skill India পোর্টাল থেকে অনলাইনে ফর্ম পূরণ করে নিজের আবেদন পক্ষে সম্পন্ন করতে হবে। তবে আবেদন করার পূর্বে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে উক্ত ওয়েবসাইটে।
• এক্সাম ফিস:
• General/OBC: ₹800 + GST
• All Female Candidates: ₹600 + GST
• SC/ST: ₹600 + GST
• PwBD: ₹400 + GST
• আবেদন করুন: Apply Now
Download official notification
• আবেদন করার শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২৪।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে HCl Tech কোম্পানিতে কর্মী নিয়োগ।