Sunday, December 22, 2024

৭ হাজার খালিপদ, গ্রাম পঞ্চায়েতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক/HS পাশ

যাদের স্বপ্ন রয়েছে নিজের জেলাতেই নিজের গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ অফিসে বসে ভালো বেতনের চাকরি করার ; তাদের জন্যই আজকের এই সরকারি চাকরির খবর। দীর্ঘ কয়েক বছর পরে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পঞ্চায়েত এবং গ্রামীন উন্নয়ন দপ্তর থেকে, আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার ভীতিতে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।। ২০২৪ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ সম্পর্কেই এই চাকরির খবর। আগ্রহী চাকরি প্রার্থীরা বিস্তারিত পড়ে নিতে পারেন।

 

▪ পদের নাম : জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত অফিসে মূলত ২০২৪ সালে গ্রাম পঞ্চায়েত যে পদ গুলোতে নিয়োগ হবে

১). এক্সিউটিভ,

২). অ্যাসিস্ট্যান্ট,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩). গ্রাম পঞ্চায়েত কর্মী,

৪). কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট;

৫). গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি;

৪). ক্লার্ক:

৫). পিওন সহ অন্যান্য আরো একাধিক পদে নিয়োগ করা হবে।

▪ শূন্যপদ সংখ্যা: সমস্ত পদ মিলে অনুমান করা হচ্ছে ২০২৪ সালে গ্রাম পঞ্চায়েতে ৭,০০০’র বেশি সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে।।

▪ শিক্ষাগত যোগ্যতা: যেহেতু এখানে অসংখ্য পদ রয়েছে সেই কারণে, মাধ্যমিক পাস ; উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন। তবে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা পরে জানানো হবে।

▪ বয়সসীমা: যেসমস্ত সরকারি চাকরি প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছর ; তারা এখানে আবেদন করতে পারবেন. এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

 

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের তিনটি ধাপে বাছাই করে নিয়োগ করা হবে।

প্রথমত কিছু ক্ষেত্রে প্রার্থীদের সাধারণ সিলেবাসের উপর একটি লিখিত পরীক্ষা দিতে হবে।

দ্বিতীয় ধাপে কিছু বিশিষ্ট পদের জন্য যেমন ডাটা এন্ট্রি অপারেটর বা ডেটা ম্যানেজার পদের জন্য কম্পিউটার টেস্ট বা স্কিল টেস্ট নেওয়া হবে।

এবং তৃতীয় ধাপে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ করা হবে।

▪ আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। নিচে যে ‘Apply Now’ বাটন রয়েছে ;সেখানে ক্লিক করে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন। আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে দ্বিতীয় ধাপে আবার লগইন হওয়ার পরেই আপনি আবেদন করতে পারবেন।

▪ তবে হ্যাঁ, ২০২৪ গ্রাম পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি। তাই এখনই আপনারা আবেদন করতে পারবেন নাম তবে যখনই অনলাইন আবেদন শুরু হবে তখনই আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেটা জানতে পারবেন।

• আবেদন করুন: এখনো শুরু হয়নি

Register now

আরও পড়ুন: HS পাশে SBI তে ওয়ার্ক ফ্রম হোম জবে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo