Sunday, December 22, 2024

বাড়িতে বসেই চাকরি! UIDAI internship program 2024, যোগ্যতা HS/গ্রাজুয়েশন পাশ! জেনে নিন আবেদন পদ্ধতি

যারা সরকারি সংস্থার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম জব করে প্রতি মাসে প্রচুর পরিমাণে রোজগার করতে চান; তাদের জন্যই আজকের এই চাকরির খবর। ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে জানানো হয়েছে, ২০২২-২৪ সালে UIDAI’ ইন্টারশিপ প্রোগ্রামে মূলত প্রচুর সংখ্যক পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই বিষয়ে জানেন না তাদের বলে দেই, এই ইন্টারশিপ প্রোগ্রামে যারা সুযোগ পাবেন; তারা কিন্তু বাড়িতে বসেই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব করতে পারবেন।

 

▪ পদের নাম: আধার ডিপার্টমেন্টে মূলত ইন্টারশিপ প্রোগ্রামে ‘ইন্টার্ন’ (Intern) হিসাবে নিয়োগ করা হবে।

▪ দায়িত্ব: ইন্টার্ন হিসাবে এখানে আপনাকে আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ করতে হবে।

মাসিক বেতন: ইন্টার্ন হিসেবে যোগদান করার পর আপনি এখানে প্রতি মাসে সর্বনিম্ন ১৫০০০ টাকা ( বাড়িতে বসে) এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা (অফিসে বসে) পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

১). উচ্চমাধ্যমিক পাশ করার পর যারা কলেজে ফার্স্ট ইয়ারে ৬০ শতাংশ নম্বর পেয়েছে তারা

২). যারা B.Tech এবং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং’ এর ফাইনাল ইয়ারে রয়েছে তারা ;

৩). এবং যারা নিজেদের গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে রয়েছে সেই সমস্ত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।।

▪ বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ আপনি যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।

 

▪ নিয়োগ প্রক্রিয়া: এখানে ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে UIDAI এর তরফে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ভার্চুয়াল ইন্টারভিউ এবং সবশেষে ট্রেনিং করানোর পর নিয়োগ করা হবে। এই সংক্রান্ত তথ্য অফিসার বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে।

• জব লোকেশন: (work from office)

UIDAI internship Job location

▪ কিভাবে আবেদন করতে হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তির ৯ থেকে ১৩ নম্বর পেজে আপনারা ইন্টারশিপ প্রোগ্রামের আবেদনপত্র পেয়ে যাবেন। সেটাকে আপনাদের প্রথমে প্রিন্ট আউট বের করে নিতে হবে। আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে সেটাকে আপনাদের পিডিএফ আকারে; নিম্নলিখিত ঠিকানায় ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

Email Address: tech-internship@uidai.net.in

Download official notification

▪ উল্লেখ্য যে: ২০২২ সালে UIDAI ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত Rules & Regulations, Policy ছিল সেগুলোই মূলত ২০২৪ সালের ক্ষেত্রে রয়েছে। সেই কারণে UIDAI- ২০২৪ সালে নতুন করে কোনো নোটিফিকেশন বের করা করেনি। তাই ২০২২ সালের নোটিফিকেশন-ই আপনাদের সামনে রয়েছে ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo