IDFC first bank এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগ। এবারে ওয়ার্ক ফ্রম হোম ( Work from home Job) জবে কর্মী নিয়োগ করেছে IDFC first bank। যেখানে মাসিক স্যালারি ৩০,০০০/- টাকা দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। তাই আপনি যদি IDFC first bank ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।
• পদের নাম: এখানে IDFC bank এর পদের নামটি হচ্ছে Associate Relationship Manager- home loan.
• মাসিক বেতন: যারা IDFC bank এর এই উক্ত পদে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ২৩ হাজার টাকা থেকে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি (Graduation degree ) অর্জন করা থাকলেই এখানে আবেদন করা যাবে।
• কাজের ধরন: এটি একটি ওয়ার্ক ফ্রম হোম জব। তাই ভারতের যেকোনো প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• বয়সসীমা: আবেদনকারীদের বয়স এখানে হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সীমা উল্লেখ নেই।
• কাজের বিষয়বস্তু: এখানে নিউ মার্কেট চিহ্নিত করা, নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কাজ করতে হবে এবং ক্যানোপি সংগঠিত করার মতো স্থানীয় কার্যক্রমের মাধ্যমে লিড তৈরি করতে হবে।
•আবেদন পদ্ধতি:
১) প্রথমে নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।
২) Apply Now অপশনে ক্লিক করার পর আপনাকে IDFC bank এর অফিসিয়াল উক্ত জবের পেজে নিয়ে যাবে।
৩) এরপর সেখানে থাকা Apply Now অপশনে ক্লিক করে নিজেকে রেজিস্ট্রেশন অথবা একটি একাউন্ট তৈরি করতে হবে।
৪) তারপর নিজের প্রয়োজনীয় তথ্য এবং একটি আকর্ষণীয় CV upload করে Submit হবে দিতে হবে।
৫) সবশেষে আমাকে HR department এর তরফ থেকে interview এর জন্য অপেক্ষা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
• shortlisting candidate
• HR round interview
• selection process
আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP) ।
• আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: অ্যামাজন ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, বেতন ৫৫,০০০/- টাকা।