অ্যামাজন ইন্ডিয়াতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোটা টাকা স্যালারি রাখা হয়েছে। অন্যদিকে অ্যামাজন এর উক্ত পদের চাকরিটি হতে চলছে ওয়ার্ক ফ্রম অফিস, অর্থাৎ অফিসে গিয়ে কাজ করতে হবে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই অ্যামাজনের কোন পদে কর্মী করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি এবং আবেদন পদ্ধতি।
• পদের নাম: এখানে উক্ত অ্যামাজনের পদের নামটি হচ্ছে Content Reviewer।
• শূন্যপদ: কোম্পানির অফিসিয়াল পেজে শূন্যপদ সংখ্যা উল্লেখ করা হয়নি।
• মাসিক বেতন: যে সমস্ত চাকরি-প্রার্থীরা অ্যামাজনের Content Reviewer পদে চাকুরী পাবেন তাদের প্রতিমাসে বেতন ৫৫,০০০/- থেকে ৬৬,০০০/- টাকা দেওয়া হবে।
• শিক্ষাগত যোগ্যতা: এখানে যে পদে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করা থাকলে আবেদন করা যাবে।
• বয়সসীমা: ২১ বছরের যে কোন গ্রাজুয়েশন পাশ ব্যক্তি Content Reviewer পদে আবেদন করতে পারবেন।
• কাজের বিবরণ: অ্যামাজনের Content Reviewer এর কাজ হচ্ছে তাদের অনলাইনে অন্তর্ভুক্ত বিভিন্ন পণ্যগুলি রিভিউ করে অ্যামাজনকে তা অ্যামাজনকে জানানো। এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনি আবেদন করার সময় তাদের পেজ থেকে পড়ে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া:
• shortlisting candidate
• HR round interview
• Selection process
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
১). নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করতে হবে।
২). এরপর অ্যামাজনের উক্ত পেজে গিয়ে সেখানে থাকা Apply Now অপশনে ফের একবার ক্লিক করতে হবে
৩). এরপর new register অপশনে ক্লিক করে একটি account তৈরি করে নিতে হবে।
৪. সবশেষে নিজের যাবতীয় তথ্য দিয়ে এবং একটি updated CV আপলোড করে Submit করে দিতে হবে।
৫). এরপর HR তরফ থেকে ইন্টারভিউ Email আসার জন্য অপেক্ষা করতে হবে।
• আবেদনের শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)
• আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: ৪০,০০০/- টাকা বেতনে Akash Air এ কর্মী নিয়োগ, যোগ্যতা HS পাশ।