Wednesday, January 15, 2025

পুজোর আগে সুখবর, ১০ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ করবে রিলায়েন্স জিও! দারুন সুয়োগ চাকরিপ্রার্থীদের জন্য

সামনেই বাঙ্গালীদের সবচেয়ে বড়ো ‘দুর্গোৎসব’ উৎসব রয়েছে। এবার পুজোতে ভারতের চাকরিপ্রার্থীদের খুশিকে দ্বিগুণ করে তুলতে ভারতের সবচেয়ে বড় বেসরকারি কোম্পানি ‘Reliance Jio’র তরফে জানানো হয়েছে যে তারা তাদের ই-কমার্স সেক্টরে কয়েক লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

এবার জিও’তে কর্মী নিয়োগের ব্যাপারে কী জানানো হয়েছে, সেটাই জানাবো এই প্রতিবেদনে।

 

সম্প্রতি রিলায়েন্স জিও’র তরকে জানানো হয়েছে তারা তাদের ই-কমার্স সেক্টরে ‘১০ লক্ষ স্থায়ী কর্মী এবং ২.৫ লক্ষ চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী নিয়োগ করতে চলেছে। জিও মূলত ‘কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, অর্ডার সাপ্লাইয়ার, প্যাকেজিং অ্যান্ড লেভেলিং স্টাফ, ওয়্যারহাউস ওয়ার্কার এবং অর্ডার সাপ্লাইয়ের ক্ষেত্রে ফ্রেশার্সদের নিয়োগ করতে চলেছে। যদি আপনি এই পদগুলোর মধ্যে যেকোনো একটি পদে চাকরি পান তখন আপনার মাসিক বেতন শুরু হতে পারব ২০-২৫ টাকা থেকে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার কোনো একটা পদে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সীমা কী লাগবে এই সম্পর্কে কিন্তু জিও’র তরফে কিন্তু এখনো কিছু বিস্তারিত বলা হয়নি। আর নাতো কোনো আবেদন লিংক দেওয়া হয়েছে। তবে শোনা যাচ্ছে আগামী উৎসবের শুরুতেই অর্থাৎ দুর্গাপূজো এবং দীপাবলি বা কালীপুজোর আগে আগেই কিন্তু এই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।। আর যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখনই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইট থেকে সেই সম্পর্কে বিস্তারিত খবর পেয়ে যাবেন।

আরও পড়ুন: ৪০ হাজার টাকা বেতনে Akas Air এ কর্মী নিয়োগ, যোগ্যতা HS পাশ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo