ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র NPCIL ( Nuclear Power Corporation of India Limited) এর তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলার মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি কেন্দ্রের সংস্থায় চাকুরী করতে চান তাহলে জেনে নিন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ জেনে নিন।
• পদের নাম: এখানে NPCIL এর উক্ত পদ গুলো হচ্ছে
১) ক্যাটাগরি-II স্টাইপেন্ডিয়ারি ট্রেইনি (ST/TN)- রক্ষণাবেক্ষণকারী পদ (১৫৩ টি)
২) ক্যাটাগরি-II স্টাইপেন্ডারি ট্রেইনি (ST/TN)-অপারেটর পদ (১২৬ টি)।
• শূন্যপদ সংখ্যা: দুটি পদ মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২৭৯ টি
• শিক্ষাগত যোগ্যতা:
• ট্রেনিং অপারেটর (মাধ্যমিক পাশ) + ITI
• ট্রেইনি রক্ষণাবেক্ষণকারী (HS পাশ।) + ITI
• বয়সসীমা: দুটি পদের জন্যই চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছর চাওয়া হয়েছে এখানে।
• মাসিক বেতন: যেহেতু NPCIL এর উক্ত দুই পদ একটি শিক্ষানবিশ পদ তাই এখানে ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন প্রদান করা হবে। এরপর ট্রেনিং শেষে কর্মক্ষেত্রে পোস্টিং করা হবে।
• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদনপত্র সম্পন্ন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার পড়ে নেবেন।
• আবেদন মূল্য:
• ST/SC/women candidate – Free/-
• OBC/ general – ২০০/- টাকা।
• নিয়োগ প্রক্রিয়া: ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা।
• আবেদন করার শেষ তারিখ: ১১/০৯/২০২৪
• আবেদন করুন: Apply Now
Download official notification
আরও পড়ুন: মাসিক ৬৬,০০০/- টাকা বেতনে ICICI ব্যাংকে কর্মী নিয়োগ চলছে।