Wednesday, January 15, 2025

ঢুকলেই ৪১,০০০/- টাকা বেতন, Colgate ইন্ডিয়াতে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

মাসিক মোটা টাকা বেতনে কর্মী নিয়োগ Colgate India তে। সম্প্রতি এমনি একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে Colgate India এর তরফ থেকে। তাই আপনি যদি Colgate কম্পানিতে চাকরি করতে চান তাহলে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি।

 

পদের নাম: এখানে Colgate কম্পানির উক্ত পদের নামটি হচ্ছে Analyst, CBS HR Operations

• মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন ৪১,০০০/- থেকে ৫৫,০০০/- টাকা করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।

• শিক্ষাগত যোগ্যতা: আগ্রহীরা চাকরি-প্রার্থীরা দেশের যে কোন মেসেজ স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ হলেই এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• জব লোকেশন: মুম্বাই, ইন্ডিয়া।

•বয়সসীমা: ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারেন।

• নিয়োগ প্রক্রিয়া: 

shortlisting Application

HR round interview

Selection process

• নির্বাচন টিপস্: নিজের একটি আপডেটেড CV তৈরি করুন এবং সেই CV তে নিজের সমন্ধে কিছু কথা এবং skilled উল্লেখ করুন , এতে CV আরও আকর্ষণীয় মনে হয়‌ এবং যে কোম্পানিতে shortlisting হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর উক্ত Colgate পেজের অফিসিয়াল পেজে পোঁছে সেখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে Colgate এর অফিসিয়াল পেজ থেকে বিস্তারিত কাজের বিবরণ পড়ে নেবেন।

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাসিক ২৩,০০০/- টাকা বেতনে HDFC ব্যাংকে কর্মী নিয়োগ।

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo