ন্যূনতম পাশেই চাকরি, মাসিক ৬৬,০০০/- টাকা বেতনে ICICI ব্যাংকে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

আপনি কি ব্যাংকে চাকরি করতে চান? তাও আবার ICICI ব্যাংকের মতো বড় একটি ব্যাংকে? তাহলে আপনার জন্য রয়েছে একটি আনন্দের সংবাদ। সম্প্রতি ICICI Bank তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে মাসিক মোটা টাকা বেতন দেওয়া হবে। তাহলে চলুন জেনে নিই শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: এখানে পদের নাম হচ্ছে ICICI Bank relationship manager

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শূন্যপদ: বিজ্ঞপ্তিতে শূন্যপদ উল্লেখ নেই।

• মাসিক বেতন: যারা ICICI এর উক্ত পদে চাকুরী পাবেন তাদের প্রতিমাসে বেতন সর্বোচ্চ ৬৬,০০০/- টাকা দেওয়া হবে এখানে।

• শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল তথ্য অনুসারে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ হলেই ICICI Bank এর ম্যানেজার পদে আবেদন করা যাবে।

• বয়সসীমা: ১৮ বছরের উর্ধ্বে গ্রাজুয়েশন পাশ যে কোন ব্যক্তি এখানে আবেদনের যোগ্য।

• জব লোকেশন: Chennai (কারণ স্যালারি বেশি)।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে এরপর উক্ত ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন করে নিয়ে আবেদন ফরমটি পূরণ করে জমা দিতে হবে।

 

• নিয়োগ প্রক্রিয়া: 

1) application submission

2) shortlisting candidate

3) HR round interview

4) selection preparation

• আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব (ASAP)

• আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে HCl এ কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment