Thursday, December 26, 2024

GP Birla Scholarship 2024: মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ করলেই ৫০,০০০ টাকা, ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! জানুন আবেদন পদ্ধতি

ভারতের মেধাবী ছাত্র-ছাত্রীদের যাতে আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়তে হয়,সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে তাদের আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য। ভারতের সরকারি স্কলারশিপের পাশাপাশি বিশেষ কয়েকটি বেসরকারি স্কলারশিপ রয়েছে। যারা শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়তা করে থাকে। সেই সমস্ত স্কলারশিপের মধ্যে একটি হলো জি.পি. বিড়লা স্কলারশিপ ( GP Birla Scholarship 2024)

 

বলতে গেলে ভারতের সকল মেধাবী ছাত্র-ছাত্রীরাই এই জি.পি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে যারা ২০২৪ সালে WBCHSE বোর্ড থেকে ৮৫% মার্কস সহ এবং ISC, CBSE বোর্ড থেকে ৯০% মার্কস সহ উচ্চমাধ্যমিক পাশ করেছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই জি.পি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।।

 

জি.পি বিড়লা স্কলারশিপে যোগ্য ছাত্রছাত্রীদের বইপত্র কেনার টাকা, টিউশন খরচ, হোস্টেল খরচ সহ ৪ বছরে মোট ৫০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• আবেদন পদ্ধতি: যোগ্য ছাত্রছাত্রীরা অনলাইন / অফলাইন দুইভাবেই আবেদন করতে পারেন।

যদি আপনি অফলাইন আবেদন করতে চান তাহল সেক্ষেত্রে আপনাকে জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন এই স্কলারশিপের ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড এ প্রিন্ট করে নিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

এরপর সেটাকে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

▪ আবেদন পত্র পাঠানোর ঠিকানা:জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন ৭৮. সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা-৭০০ ০১৯ (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)

 

অনলাইন আবেদন পদ্ধতি:

অনলাইন করার জন্য সরাসরি নিচে দেওয়া ‘Apply Now‘ বাটকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। যদি আপনি নিজে থেকে আবেদন না করতে পারেন তাহলে আপনার নিকটবর্তী কোনো যে কোন কম্পিউটার দোকানে গিয়েও আবেদন করতে পারেন।

আবেদন করার শেষ তারিখ: ১৫/০৮/২০২৪

আবেদন সংক্রান্ত তথ্য: click here

আবেদন করুন: Apply Now

Check your Application status/ download offline application form

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo