২০,০০০/- টাকা মাসিক বেতন, ভারতীয় আর্মিতে রান্নার কাজে লোক নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক পাশ

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে (Indian Army recruitment 2024) বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে রান্নার কাজ, ক্যাটারিং এর কাজ সহ আরও বেশ কিছু পদে লোক নিয়োগ করা হবে। উল্লেখ পদ গুলোতে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন জেনে নিই বিস্তারিত।

 

• পদের নাম: এখানে ভারতীয় আর্মির প্রকাশিত পদগুলো হচ্ছে,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১). Civilian catering (৩টি)

2). Cook ( ১টি)

3). MTS chaukidar (১টি)

4). Cleaner ( ২টি)

5). Teademan Mate (৮ টি)

 

• শিক্ষাগত যোগ্যতা: 

১). Cook পদের জন্য মাধ্যমিক পাস এবং ভারতীয় রান্নার সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে।

২). Civilian catering: পদের জন্য মাধ্যমিক পাস এবং catering এর উপর diploma certificate.

৩). MTS chaukidar: পদের জন্য মাধ্যমিক পাস এবং কাজের বেসিক নলেজ।

৪). Cleaner: পদের জন্য মাধ্যমিক পাস।

৫). Teademan Mate: পদের জন্য মাধ্যমিক পাস এবং শারীরিক ফিটনেস ( follow official notification)

• মাসিক বেতন: উক্ত পদগুলির জন্য মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে চাকরি-প্রার্থীরা এখানে মাসিক ১৯,৯০০ টাকা বেতন দেওয়া হবে।

 

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: 

নিয়োগ প্রক্রিয়া: চাকরি-প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে‌

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক ও আগ্রহী চাকরি প্রার্থীদের অফিসিয়াল অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরম ডাউনলোড করে এরপর তা প্রিন্ট করে এবং ফিলাপ করে এরপর সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South)-2 ATC, Agram Post, Bangalore -07

• আবেদন শুরু: ২৭/০৭/২০২৪ থেকে ৪/০৮/২০২৪ তারিখ পর্যন্ত।

অফিসিয়াল বিজ্ঞপ্তি/ফর্ম: ডাউনলোড করুন।

আরও পড়ুন: রাজ্যে নাইটগার্ড এবং সাফাই কর্মচারী নিয়োগ।

INDIA DAY30 Telegram

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment