নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানি ‘উইপ্রো’তে কাস্টমার সার্ভিস রিপ্রেসেন্টেটিভ (Customer Service Representative) পদে চাকরি খালি রয়েছে। এখানে আপনারা লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ’র মাধ্যমে চাকরি পেতে পারেন। কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা,মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি- সবকিছুই এই প্রতিবেদনে উল্লেখ করা হলো। তাই বিস্তারিত পড়ে নিন।
▪ পদের নাম: Customer Service Representative.
▪ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স: আবেদন করার জন্য কোনো বয়স সীমা উল্লেখ করা হয়নি। তবে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স প্রয়োজন ১৮ বছর এবং সর্বোচ্চ যেকোনো বয়সে আপনি আবেদন করতে পারেন।।
▪ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?: শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে- স্নাতক পাস এবং চাইলে আন্ডারগ্রাজুয়েট অর্থাৎ HS পাশেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
▪ মাসিক বেতন: কোম্পানির তরফ থেকে মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ১১,০০০/- টাকা। এরপর একটু অভিজ্ঞ হলে স্যালারি বেড়ে ২৫,০০০/- টাকা মাসিক বেতন আসা করা যায়।
▪ জব লোকেশন: এখানে প্রার্থীদের কলকাতা Wipro অফিসে নিয়োগ করা হবে।
▪ আবেদন করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজন: আবেদন করার জন্য প্রার্থীদের আধার কার্ড এবং প্যান কার্ডের মতো অতি গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র প্রয়োজন হবে।
▪ আবেদন পদ্ধতি: যোগ্য এবং আবেদনের ইচ্ছুক প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদন করার জন্য ‘6292217343‘ WhatsApp নম্বরে নিজের আপডেটেড সিভি (updated CV) পাঠাতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, এই সমস্ত তথ্য আপনি সেখান থেকে জানতে পারবেন।।
▪ উল্লেখ্য যে: যেসব প্রার্থীর ইংলিশে ভালো কমিউনিকেশন স্কিলস রয়েছে এবং যাদের ভালো টেকনিক্যাল নলেজ রয়েছে, তারা কিন্তু এখানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি থাকবে।