২৮,০০০ টাকা মাসিক বেতন, ১০৪৯ টি শূন্যপদে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

এয়ার ইন্ডিয়া (Air India recruitment) এর তরফ থেকে একটি সংবাদ উঠে আসছে। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি ভারতের একটি জনপ্রিয় এয়ারলাইন্স কোম্পানি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ২৮,০০০/- টাকা দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।

 

•পদের নাম: এখানে এয়ার ইন্ডিয়ার যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Sr. Customer Service Executive এবং Customer Service Executive।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• শূন্যপদ: এখানে দুটি পদ মিলিয়ে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১০৪৯ টি।

• শিক্ষাগত যোগ্যতা: এয়ার ইন্ডিয়ার উক্ত দুটি পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ (any graduation degree)

• মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Sr. Customer Service Executive পদের মাসিক বেতন ২৮,৬০৫/- টাকা এবং Customer Service Executive পদের মাসিক বেতন ২৭,৪৬০/- টাকা দেওয়া হবে।

 

• বয়সসীমা: দুটি পদ মিলিয়েই চাকরি-প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৫৩ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: যারা এয়ার ইন্ডিয়াতে চাকরি পাবেন তাদের মুম্বাই এয়ারপোর্টে নিয়োগ করা হবে।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর HR department থেকে আপনার সাথে তারা যোগাযোগ করে নেবে।

• নিয়োগকারী সংস্থা: AI AIRPORT SERVICE LIMITED।

• আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য কোনরকম কোন আবেদন মূল্য লাগবে না।

• আবেদন করুন শেষ তারিখ: ১৪/০৭/২০২৪

• আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: Bisleri জলের ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ, আবেদন চলছে।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment