Saturday, December 21, 2024

১৭,৫০০ টাকা মাসিক বেতন, মাধ্যমিক- HS পাশে Bisleri কোম্পানিতে প্রচুর কর্ম নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

আপনি কি একজন চাকরিপ্রার্থী? যে কম শিক্ষাগত যোগ্যতায় কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুসংবাদ। সম্পতি ভারতের একটি নামি-দামি বোতল জাতীয় জল বিক্রি করার সংস্থা bisleri তে কর্মী নিয়োগ চলছে। যেখানে বিভিন্ন পদে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস করা ব্যক্তিরা আবেদন করতে পারবে। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।

 

• পদের নাম: এখানে bisleri যে পদ গুলোতে কর্মী নিয়োগ চলছে সেগুলো হচ্ছে customer care, logistic, marketing, ProductionQuality পোস্ট সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে।

• শিক্ষাগত যোগ্যতা: যারা bisleri ফ্যাক্টরিতে চাকরি করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা:

  • logistic- মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ
  • customer care – গ্রাজুয়েশন পাস।

আবেদন করার সয়ম পদ অনুযায়ী এই অপশন সিলেক্ট করে নিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

• মাসিক বেতন: সাধারণত এখানে logistic পদের মাসিক বেতন ১৭,৫০০/ টাকা এবং customer care পদের জন্য ২০,০০০/- টাকা মাসিক বেতন আশা করা যায় এখানে।

• বয়সসীমা: এখানে চাকরি-প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছরে হলেই নারী এবং পুরুষ উভয়েই চাকরি-প্রার্থীরা না আবেদন করতে পারবেন।

• নিয়োগ স্থান: কলকাতা

• আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরি-প্রার্থীরা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় নিজেকে CV এবং ‘Resume Summary‘ ঘরে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পত্র এবং শিক্ষাগত যোগ্যতা লিখে দিতে হবে এরপর submit অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

• নির্বাচন প্রক্রিয়া: অনলাইনে আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ হবার পর কোম্পানির তরফ থেকে একটি শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে আপনি নির্বাচিত হলে এরপর bisleri এর অফিসিয়াল HR department এর তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। এবং ইন্টারভিউয়ের পর আপনাকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ৮,৩২৬টি শূন্য পদে MTS ও হাবিলদার নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo