Friday, January 3, 2025

১৫২৬ টি শূন্যপদ, উচ্চমাধ্যমিক পাশে হেড কনস্টেবল ও ASI পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি প্রার্থীরা হেড কনস্টেবল এবং ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেড কনস্টেবল এবং ASI নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি সম্পর্কেই সমস্ত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে।

 

▪ পদের নাম: হেড কনস্টেবল এবং ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে।

▪ মোট শূন্য পদ সংখ্যা: কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদের জন্য মোট পদ রয়েছে ১৫২৬টি।

▪ যোগ্যতা: হেড কনস্টেবল অথবা ASI পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

•মাসিক বেতন: এখানে হেড কনস্টেবল পদের বেতন এ লেভেল ৫ এবং ASI পদের মাসিক বেতন পে লেভেল ৪ অনুযায়ী দেওয়া হবে।

▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছর। তহে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও সরকার সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।

 

▪ নিয়োগ প্রক্রিয়া: প্রথমে একটি লিখিত পরীক্ষা, তারপর প্রাকটিক্যাল টেস্ট এবং পরবর্তীতে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনপদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের নিচে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী জুলাই মাসের ৮ তারিখ পর্যন্ত।

আবেদন করুন: Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ICICI ব্যাংকে স্টাফ নিয়োগ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo