যারা ঘরে বসে চাকরি করতে চান যেটাকে বলে ওয়ার্ক ফর্ম হোম জব (Work from home Job), এবার তাদের জন্য একটি দুর্দান্ত খুশির খবর উঠে আসছে। সম্প্রতি ভারতের একটি বৃহত্তম এডুকেশনাল পোর্টাল ‘Test book’ তাদের ওয়ার্ক ফর্ম হোম জবের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিই।
• পদের নাম: এখানে উল্লেখ্য পদের নামটি হচ্ছে Freelancer Tele Counselor।
• মাসিক: এই পদে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন আনুমানিক ৩০,০০০/- থেকে ৪০,০০০/- টাকা দেওয়া হবে Test book এর তরফ থেকে বা এর কম বেশিও হতে পারে।
• শিক্ষাগত যোগ্যতা: Test book তাদের Freelancer Tele Counselor পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সাথে ভালো কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটার অপারেট করার অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়সসীমা: এখানে ১৮ বছরের উর্ধ্বে যে কোন চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। উক্ত পদের জন্য test book বয়সের কোনো উর্ধ্বসীমা জারি করেনি।
• কাজের ধরন: এই চাকরিটা সম্পূর্ণরূপে ওয়ার্ক ফর্ম হোম জব। এখানে ফোন কলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের তাদের সমস্যার সমাধান করতে হবে আপনাকে এবং ভালো একজন ক্যারিয়ার গাইডেন্স হিসেবে আপনাকে কাজ করতে হবে।
•আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: এখানে আবেদনের কোন শেষ তারিখ নেই। আগ্রহী প্রার্থীরা test book এর ক্যারিয়ার ওয়েবসাইট অথবা নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করে অনলাইনে নিজের আবেদনপত্র জমা দিতে হবে। তবে আবেদন করার পূর্বে বিস্তারিত সবকিছু ভালোভাবে একবার পড়ে নিয়ে তারপর আবেদন করবেন।
আবেদন করুন: Apply Now
আরও পড়ুন: ইন্টারভিউ দিয়েই চাকরি টাটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি তে কর্মী নিয়োগ। যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।