কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, ইন্টারভিউ এর ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা সোসাইটি ফর হেল্থ অ্যান্ড ডেমোগ্রাফিক সারভাইল্যান্স তথা সার্ভে করার কাজে রাজ্যের বিভিন্ন গ্রামে গ্রামে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ। তাই আপনি যদি একজন গ্রামীণ স্তরের চাকরিপ্রার্থী হয়ে থাকেন এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জেনে নিন এখানে কিভাবে আবেদন করবেন।
▪ পদের নাম: এখানে পদের নাম হলো সার্ভেয়ার (Surveyor)। এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২২ টি। নিচে উল্লেখিত গ্রাম গুলোতে সার্ভের কাজে কর্মী নিয়োগ করা হবে।
▪ মাসিক বেতন: যারা সার্ভেয়ার পদে চাকরি পাবেন তারা প্রতিমাসে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ১২,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
▪ যোগ্যতা: সার্ভেয়ার পদে উচ্চমাধ্যমিক পাস এবং বিবাহিত- শুধুমাত্র এমন মহিলা প্রার্থীরাই এখানে কেবলমাত্র আবেদন করতে পারবেন।
▪ বয়সসীমা : আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়সে হতে হবে ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
▪ নিয়োগ প্রক্রিয়া: এখানে আবেদনের ক্ষেত্রে কোন রকম কোন লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হইবে।
▪ আবেদন প্রক্রিয়া: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের নিজের হাতে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্য , ফোন নাম্বার, স্বামীর নাম লিখে একটি আবেদনপত্র বানিয়ে সেটি, নির্দিষ্ট তারিখে অর্থাৎ ২৬শে জুন হাতে করে নিয়ে যেতে ইন্টারভিউ দেওয়ার ঠিকানায়।
▪ ইন্টারভিউতে হাজির হবেন এই ঠিকানায়: ওয়াক-ইন-ইন্টারভিউ এর তারিখ June 26, 2024 বুধবার (বেলা 11:00 টায় অবশ্যই হাজির হতে হবে) রুম নং 24, রোনাল্ড রস বিল্ডিং (4th Floor) এস.এস.কে.এম হাসপাতাল (পি.জি) কোলকাতা: 700020
• প্রয়োজনীয় ডকুমেন্ট: উচ্চমাধ্যমিক মার্কশীটের জেরক্স, বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড/আধার কার্ড, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং কম্পিউটার জানা থাকলে ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
আরও পড়ুন: ভারতীয় বায়ু সেনায় কর্মী নিয়োগ, বেতন ৪০,০০০ টাকা।