Sunday, December 22, 2024

ওয়ার্ক ফ্রম হোম জব, অজস্র শূন্য পদে কর্মী নিয়োগ করছে amazon! মিলবে ফ্রি laptop+Wi-Fi

বিশ্বের নামকরা মাল্টি ন্যাশনাল কোম্পানি- অ্যামাজনে কর্মখালি (Amazon Job Recruitment 2024) রয়েছে একটি উচ্চ বেতনের চাকরির পদে। লিখিত পরীক্ষা এবং কোনো রকম কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই, খুব সহজেই আবেদন করতে পারেন আপনিও. এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

 

▪ পদের নাম: অ্যামাজনে বর্তমানে যে পদে কর্মী নিয়োগ চলছে তার নাম হলো ক্যাটালগ স্পেশালিস্ট (Catalog Specialist)। বিভিন্ন প্রোডাক্টের লিস্ট তৈরি করা, সেগুলোর হিসাব রাখা এবং এই ধরনের আরো কিছু কাজ থাকবে এই পদের এবং এই কাজ ওয়ার্ক ফ্রম হোম হবে, তবে কয়েক মাস ট্রেনিং এর জন্য কর্ণাটকের যেতে হতে পারে।

▪ মাসিক বেতন: অফিশিয়াল ওয়েবসাইটে এই পদের মাসিক বেতন স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। কিন্তু বলা হয়েছে- এই পদের বার্ষিক বেতন হবে ৩,০০,০০০০ থেকে ৪,০০,০০০০ টাকা দেওয়া হবে।

▪ যোগ্যতা: ক্যাটালগ স্পেশালিস্ট পদে অবদান করার জন্য আবেদনকারী প্রার্থীকে অন্ততপক্ষে যে কোন বিভাগে অন্ততপক্ষে স্নাতক পাস হতে হবে। সেই সঙ্গে অবশ্যই ইংরেজি লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

▪ বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা বলা হয়নি।। প্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বয়সে আবেদন করতে পারবেন।

▪ নিয়োগ প্রক্রিয়া: আবেদন করা প্রার্থীর অনলাইন আবেদনের সমস্ত তথ্য, তার ব্যাকগ্রাউন্ড এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে তার পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে বাছাই করা হবে এবং তারপর নিয়োগ করা হবে।

▪ আবেদন পদ্ধতি:  ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে, আমাজনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অথবা আপনি নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার পূর্বে উক্ত ওয়েবসাইটে প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করে দিতে হবে।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: অ্যাক্সিস ব্যাংকে data entry ও KYC verification পদে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo