Sunday, December 22, 2024

মাধ্যমিক পাশ যোগ্যতা, কলকাতা এয়ারপোর্টে Ground staff পদে প্রচুর কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

যাদের শিক্ষাগত যোগ্যতা কম রয়েছে কিন্তু স্বপ্ন রয়েছে বড়ো কোনো একটা চাকরি করার যেখানে না থাকবে কঠিন কাজ আর থাকবে অতিরিক্ত কাজের চাপ, কিন্তু বেতন হবে খুব বেশি- তাদের জন্য আজকে রয়েছে একটা দারুণ চাকরির খবর।। কলকাতা এয়ারপোর্ট রয়েছে কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের দারুন চাকরি।। কলকাতা এয়ারপোর্টের চাকরি (Kolkata airport Job Recruitment ) সম্পর্কেই জানাবো আজকের এই প্রতিবেদনে।।

 

 

 

▪ পদের নাম: কলকাতা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে কর্ম খালি রয়েছে। যেমন  প্যাসেঞ্জারদের স্বাগত জানানো, তাদের প্রশ্নের উওর দেওয়া, ব্যাগ চেক করা, অনলাইন / অফলাইন টিকেট সেল করা ইত্যাদি।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ মাসিক বেতন: সাধারণত কলকাতায় এয়ারপোর্টে জুনিয়র গ্রাউন্ড স্টাফ হিসেবে সর্বনিম্ন মাসিক বেতন দেওয়া হয় ২১ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন পাবেন ৩২ হাজার টাকা।

▪ যোগ্যতা: ভারতের যেকোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস করলেই আপনি গ্রাউন্ড স্টাফ পদেত জন্য আবেদন করতে পারেন।

Kolkata airport job , LinkedIn

▪ বয়সসীমা: যাদের বতর্মান সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং যাদের বতর্মান সর্বোচ্চ বয়স ২৭ বছর-সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

▪ আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে ওয়েবসাইটে নিজেকে রেজিস্ট্রেশন/ অ্যাকাউন্ট খুলে নিতে হবে , এরপর apply Now অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন করার শেষ তারিখ: যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে ( ASAP)।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: জুন মাসে কি কি চাকরির ফর্ম পূরণ চলেছে জেনে নিন 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo