জেলা আদালত থেকে খুবই উচ্চ বেতনে গ্রুপ ডি লেভেলের বেশ কয়েকটি পদে কর্ম খালি রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা কম রয়েছে অথচ ভালো টাকা মাসিক বেতনের সরকারি চাকরি করতে খুজছেন, তাদের জন্যই আজকের এই চাকরির খবর।
▪ পদের নাম এবং শূন্যপদ: জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেমন আপার ডিভিশন ক্লার্ক,লোয়ার ডিভিশন ক্লার্ক,নাইট গার্ড,পিয়ন এবং সেইল বেলিফ।
▪ মাসিক বেতন: জেলা আদালতের প্রত্যেকটা পদের মাসিক বেতনের যথেষ্ট ভালো রয়েছে। এখানে গ্রুপ ডি লেভেলের পিয়ন, নাইট গার্ড এসব পদের মাসিক বেতন শুরু হবে ১৭ হাজার টাকা থেকে এবং আপার ডিভিশন ক্লার্ক পদের মাসিক বেতন শুরু হবে ২৮ হাজার টাকা থেকে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনি বেতন সম্পর্কে আরো তথ্য পেয়ে যাবেন।
▪ শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই এখানে। পিয়ন,নাইটগার্ড, এই ধরনের পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস এবং আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীদের অন্ততপক্ষে গ্রাজুয়েট হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে কাজ করার কোর্স করা থাকতে হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ৪০ বছর।
▪ নিয়োগ প্রক্রিয়া: অপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের প্রার্থীদের প্রথমত একটি লিখিত পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার টেস্ট এবং তৃতীয় ধাপে পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করে মূল পদে নিয়োগ করা হবে।
▪ আবেদন প্রক্রিয়া: আবেদন করার জন্য যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের সরাসরি জেলা আদালতের bankura.dcourts.gov.in/ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে,আবেদন করার পূর্বে অবশ্যই সেগুলো ভালো করে পড়ে নেবেন।
▪ আবেদন করার শেষ তারিখ: ২৪ জুন, ২০২৪।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: Apply Now