মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর আন্ডারে BECIL‘-এ খুবই কম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু ভালো টাকা মাসিক বেতনে গ্রুপ সি লেভেলের দুটি পদে, প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ হবে,,শূন্যপদ সংখ্যা কত, মাসিক বেতন কেমন হবে? কী করে আবেদন করতে হবে- এই বিষয়গুলোই জানতে পারবেন আজকের প্রতিবেদনে।
▪ পদের নাম: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডে মূলত গ্রুপ সি লেভেলের প্রথমত মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং দ্বিতীয়রও ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে।
▪ শূন্যপদ সংখ্যা: BECIL-এ মাল্টি টাস্টিং স্টাফ পদের জন্য মোট ১৪৫টি শূন্যপদ খালী রয়েছে। অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য শূন্য পদ খালি রয়েছে ১০০ টি।
▪ মাসিক বেতন: গ্রুপ সি লেভেলের মাল্টি টাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর উভয় পদেই মাসিক যথেষ্ট ভালো রয়েছে। MTS পদের মাসিক বেতন শুরু হবে ১৮ হাজার ৪৮৬ টাকা থেকে এবং DEO পদের মাসিক বেতন শুরু হবে ২২ হাজার ৫১৬ টাকা।।
▪ যোগ্যতা: মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে চাইলে আপনাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে পূর্ব কোনো কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন। অন্যদিকে Data Entry Operator পদের আবেদন করার জন্য আপনাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে কাজ করা জানতে হবে।
▪ বয়সের সময় সীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ন্যূনতম ১৮ বছর। তবে সর্বোচ্চ বয়স সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোন তথ্য উল্লেখ নেই।
▪ আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীরা আবেদন করতে চাইলে ‘www.becil.com’ ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে পারেন। অনলাইনে কী করে আবেদন করতে হবে বা কী কী নিয়ম আপনাদের মানতে করতে হবে-সেই সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে বলা হয়েছে। তাই অনলাইন আবেদনের পূর্বে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন।।
আবেদন করার শেষ তারিখ: ১২/৬/২০২৪।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
অফিসিয়াল ওয়েবসাইট: Apply Now
আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে SBI তে কর্ম নিয়োগ।