Sunday, December 22, 2024

মাধ্যমিক পাশেই চাকরি, ৫,২৫০টি শূন্যপদে BPNL তে প্রচুর কর্মী নিয়োগ! বেতন ২২,০০০ টাকা

ভারতীয় পশুপালন নিগাম লিমিটেড অর্থাৎ (BPNL) প্রচুর পরিমাণে শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫,২৫০ টি। এরই সাথে মাধ্যমিক-উচ্চমাধমিক পাশ করা এই রাজ্যের বেকার যুবক-যুবতীরা রাজ্যের যে কোন প্রান্ত থেকে আবেদন করতে পারবেন এখানে। তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে শেষ অব্দি পড়ুন প্রতিবেদনটি।

 

পদের নাম: এখানে উল্লেখ পদ গুলোর হচ্ছে Farming Manager Officer, Farming Development Officer এবং Farming Inspiration

শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৫,২৫০ টি‌র মতো।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: 

Farming Inspiration- মাধ্যমিক পাশ।

Farming Development Officer – উচ্চমাধ্যমিক পাশ।

Farming Manager Officer – স্নাতক পাস।

 

মাসিক বেতন: এখানে প্রতিটা পদের জন্যই এখানে ভিন্ন ভিন্ন মাসিক বেতন। Farming Inspiration (স্যালারি – ২২,০০০/-), Farming Development Officer ( স্যালারি – ২৮,০০০/- এবং Farming Manager Officer (স্যালারি – ৩১,০০০/- টাকা।

বয়সসীমা: মাসিক বেতন মতোই এখানে পদ অনুযায়ী বয়স চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন:

Farming Inspiration – ১৮ – ৪০ বছর।

Farming Development Officer – ২১ থেকে ৪০ বছর।

Farming Manager Officer – ২৫ থেকে ৪৫ বছর।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২/০৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে অনলাইনে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানিয়ে রাখি যে এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সহ হবে যদি আবেদন করার পূর্বে সব জেনে বুঝে তারপর আবেদন করা হয়।

আবেদন মূল্য: পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন ৮০৮টাকা থেকে ৯৪৪ টাকা।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: ICICI ব্যাংকে কর্মী নিয়োগ

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo