Saturday, December 21, 2024

যেতে লাগবে না অফিস, বাড়িতে থেকেই কাজ করে মাসিক আয় ২৫,০০০ টাকা! দারুন সুযোগ দিচ্ছে PNB

রাজ্যের সমস্ত চাকরি-প্রার্থীরা জন্য খুশির খবর। দেশের অন্যতম একটি সরকারি ব্যাংক PNB (Punjab National Bank) তাদের একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে অফিসে না গিয়ে বাড়িতে বসেই কাজ করতে হবে, আর তাতেই মাসিক বেতন প্রায় ২৫,০০০ টাকা। অন্যদিকে কোন রকম কোন পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ হবে PNB এর ঐ পদে। তাই যারা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা জেনে নিন বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি।

 

 

পদের নাম: এখানে পদের নামটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা বলা চলে ইন্সুরেন্স এজেন্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা: যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ + ভালো কমিউনিকেশন স্কিল।

বেতন: ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা (কমিশন বাবদ)।

বয়সসীমা: PNB ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পদের জন্য বয়সসীমা চেয়েছে ন্যূনতম ১৮ বছর।

চাকরি ধরন: work from home ( মোবাইলে ব্যাংকের গ্রাহকদের ইন্সুরেন্স বা বিমার পলিসি বিক্রি করতে হবে)।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: এখানে আবেদন করার জন্য কোন শেষ তারিখ নেই। আগ্রহী চাকরি-প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট /নিচে দেওয়া লিঙ্কে করে অনলাইনে আবেদন পারবে।

নিয়োগ প্রক্রিয়া: যারা এখানে আবেদন করবেন (নারী- পুরুষ উভয়েই) তাদের কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মক্ষেত্রে নিয়োগ দেবে PNB।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo