সমস্ত চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা পুলিশে (Police Job) চাকরি করতে চান তাহলে জন্য দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গেছে যে কেন্দ্রে সরকারের অধীনে ১২,৪৭২টি শূন্যপদে sub inspector এবং constable পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা। যারা এখানে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। চলুন জেনে নিই বিস্তারিত তথ্য।
পদের নাম: Unmarried Police Sub Inspector, Armed Police Constable, Unmarried Police Constable, Jail Sepoy এবং Armed Police Constable (SRPF)।
শূন্যপদ: এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ১২,৪৭২টি।
শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ। তবে গ্রাজুয়েশন সহ আরও অন্যান্য ডিগ্রিধারী প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: Unmarried Police SI ( Sallary – 31,340), Armed Police Constable (Sallary – 19,500), Unmarried Police Constable ( Sallary – 19,500), Jail Sepoy ( Sallary – 38,000 – 43,000), SRPF ( Sallary – 19,950)।
বয়সসীমা: এখানে আবেদন করতে হলে চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।
নিয়োগ স্থান: গুজরাট
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ৩০/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিয়ে তারপর কেয়ারফুলি আবেদন করবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: মাধ্যমিক পাসে রেলে নতুন করে গ্রুপ ডি কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৫/০৫/২০২৪।