Sunday, December 22, 2024

রেলে ৪৫২টি শুন্যপদে RPF SI নিয়োগ, ন্যূনতম যোগ্যতায় চাকরি! দেরি না করে এখুনি আবেদন করুন

ফের একবার ভারতীয় রেলে কর্মী নিয়োগ। এবারে রেলওয়ে প্রটেকশন ফোর্স তথা RPF SI এর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৪৫২টি শূন্যপদে রেলে কর্মী নিয়োগ করা হবে। এরই সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলেই এই রাজ্যে থেকে চাকরি-প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

পদের নাম: RPF SI ( RPF Sub-Inspector)।

RPF SI recruitment

শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৪৫২ টি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: রেলের তরফ থেকে RPF SI পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশ।

বেতন: রেলের RPF SI পদে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা দেওয়া হবে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি- প্রার্থীদের বয়সের সীমা চাওয়া হয়েছে ১/০৭/২০২৪ অনুসারে ২০ থেকে ২৮ বছর। তবে ST/SC – ৫ বছর এবং OBC প্রার্থীরা – ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: প্রার্থীদের ১৪/০৫/২০২৪ তারিখের মধ্যে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিজের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার পড়ে নেবেন। এরপর নিজ দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য: ST/SC – ২৫০ টাকা এবং অন্যরা ৫০০ টাকা আবেদন মূল্য।

RPF SI application fees

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

অফিসিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: ৮ম শ্রেণী পাস রাজ্যে গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ। শেষ তারিখ ২১/০৪/২০২৪

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo