Sunday, December 22, 2024

বেতন ১৭,০০০ টাকা, ৮ম শ্রেণী পাসে রাজ্যে গ্রুপ-ডি পদে প্রচুর কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

আপনি কি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা? তারপর আপনি কি একজন চাকরি-প্রার্থী? যদি আপনি একজন চাকরিপ্রার্থী এবং ৮ম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে জানাতে চাই যে রাজ্যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলেছে। যেখানে মাসিক বেতন ১৭,০০০ টাকা দেওয়া হবে। চলুন জেনে নিই বিস্তারিত

পদের নাম এবং শূন্যপদ: Lower Division Clerk, Library Assistant, Store Assistant, Cashier এবং Group D। শূন্যপদ সংখ্যা ১৪ টি।

যোগ্যতা: চাকরি-প্রার্থীদের এখানে আবেদন করতে হলে তাদের ন্যূনতম ৮ম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে। সেই সাথে তাদের টাইপিং স্পিড হতে হবে 20 WPM ( ইংরেজি) এবং 10 WPM ( বাংলা)।

মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৭,০০০ থেকে ৫৮,৫০০ টাকা দেওয়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর।

নিয়োগ স্থান: Adyapeath Annada Polytechnic College এ নিয়োগ হবে।

 

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: আগ্রহী চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া ২১/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যে কোন সমস্যার জন্য 033-2564-5568 এই নম্বরে ফোন করতে পারেন চাকরি-প্রার্থীরা।

নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যের BDO অফিসে কর্মী নিয়োগ। শেষ তারিখ ১৬/০৪/২০২৪

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo