Sunday, December 22, 2024

যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ, ১০৭৪টি শূন্যপদে এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

যোগ্যতা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ। আর তাতেই মোটা টাকা বেতনে এয়ারপোর্টে Ground Staff নিয়োগ। হ্যা ঠিকই শুনেছেন। IGI Aviation Services Pvt Ltd পক্ষ থেকে এয়ারপোর্টে Ground Staff নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ১০৭৪ টি। চলুন এই সম্বন্ধীয় যাবতীয় তথ্য এবং আবেদন প্রক্রিয়া বিস্তারিত জেনেছি নেই।

পদের নাম এবং শূন্যপদ: পদের নাম Ground Staff (CSA)। শূন্যপদ সংখ্যা ১০৭৪ টি।

Airport ground staff vacancy details

নিয়োগ সংস্থা: IGI Aviation Services Pvt Ltd। এটি একটি সরকারি রেজিস্টার্ড সংস্থা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: এয়ারপোর্টে Ground Staff পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: এয়ারপোর্টের Ground Staff পদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা দেওয়া হবে।

বয়সসীমা: এখানে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

নিয়োগ স্থান: সারা দেশব্যাপী (বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে)।

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এখানে ২২/০৫/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

Airport ground staff exam location

আবেদন মূল্য: ৩৫০ টাকা (SC/SC/OBC All)।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন ক্লিক করুন এখানে

আরও পড়ুন: রেলে ৮৬১ টি শূন্যপদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ৯/০৫/২০২৪। 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo